ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: চীনের উহান শহরে থাকা ছাত্রাবাসে আটকে পড়া বাংলাদেশে ফিরে আনার আকুতি জানিয়েছেন তিনশ’রও বেশি বাঙ্গালী শিক্ষার্থী। এছাড়াও সেখানকার ছাত্রবাসে থাকা শিক্ষার্থীদের খাবার ফুরিয়ে আসছে, আতঙ্ককিত উহান নগরীতে এখন তাদের দিন কাটছে দেশে ফেরার প্রতীক্ষায়।
বাংলাদেশ টিভি মিডিয়া সময় টিভি’র তথ্য মতে, সআটকে পড়া উহান শহরের ১২৭ জন ছাত্র-ছাত্রী বলছেন, আমরা দেশে ফিরতে চাই। আমাদের যেন এখান থেকে নিয়ে যাওয়া হয়। কারণ উহানই এখন সবচেয়ে বেশি এ ভাইরাসের শিকার হয়েছে।
ঐখানে থাকা এক শিক্ষার্থী জানান, ডরমিটরির বাইরে একেবারেই যাওয়া নিষেধ। সবাই পুরোপুরি বন্দী জীবনযাপন করছি। খাবারের পরিমাণও কমে আসছে। মাস্ক না পরে, এমনকি রুমের বাইরে পর্যন্ত যেতে নিষেধ করা হয়েছে। সবার মনের ভিতর একটা আতঙ্ক কাজ করছে। কেউ শান্তিতে নেই, কখন এ ভাইরাসে আক্রান্ত হতে পারে যে কেউ।
রাকিবুল হাফিজ, উহানে একটি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি বলেন, আজ কয়েকদিন ধরে এ ডরমিটরিতে আমরা অবরুদ্ধ। শুয়ে-বসে দিন কাটাচ্ছি। এটা একটা আন্তর্জাতিক ছাত্রাবাস। এখানে আমরা পাঁচশ’র বেশি ছাত্রছাত্রী আছি। বাংলাদেশি ছাড়াও বিশ্বের কয়েকটি দেশের ছাত্রছাত্রীরা আমরা এক সঙ্গে থাকি।
তিনি আরও বলেন, মাঝখানে আমাদের খাবার পর্যন্ত ফুরিয়ে গিয়েছিল। এখন আবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের খাবার সরবরাহের ব্যবস্থা করেছেন। ইউনিভার্সিটি এ মুহূর্তে বন্ধ, চাইনিজ নববর্ষের ছুটি এখন। আমরা মোটামুটি একপ্রকার অবরুদ্ধ হয়ে আছি। সূত্র : সময় টিভি