ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: চীনা পণ্য বয়কটের ঘোষণা দিয়েছে ভারতের ৭ কোটি ব্যবসায়ীর সংগঠন অল ইন্ডিয়া ট্রেডার্স। ব্যবসায়ীরা নেতারা বলছেন, বয়কটের জন্য চীনের ৩ হাজারের বেশি পণ্যের তালিকা তৈরি করা হয়েছে। যেগুলো বর্জন করা হলে বছরে অন্তত ১৩ বিলিয়ন ডলারের লোকসান গুণতে হবে, চীনা ব্যবসায়ীদের। চীনা পণ্য বয়কটের আহ্বান জানিয়েছেন, বলিউড ও ক্রিকেট তারকারাও।
ভারতের রাজধানী দিল্লির তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই। এর চেয়েও বেশি উত্তপ্ত দেশটির ব্যবসায়ী মহল। লাদাখ সীমান্তে সেনা সদস্য নিহতের ঘটনায় ফুঁসছেন তারা।
চীনা পণ্য বর্জনের আহ্বান জানিয়েছে, ৪০ হাজারের বেশি ট্রেড অ্যাসোসিয়েশনের নিয়ন্ত্রক সংস্থা, অল ইন্ডিয়া ট্রেডার্স। অন্তত ৭ কোটি ব্যবসায়ীর এ সংগঠন বলছে, জনগণ সাড়া দিলে, চলতি বছরেই, বড় আর্থিক ক্ষতির মুখে পড়বেন চীনা ব্যবসায়ীরা।
অল ইন্ডিয়া ট্রেডার্সের মহাসচিব প্রবীণ কান্দেলওয়াল বলেন, দেশজুড়ে চীনা পণ্য বর্জনের জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি। চীন থেকে আমদানি করা হয়, এমন অন্তত ৫শ ক্যাটাগরির পণ্য চিহ্নিত করেছি। এতে পণ্যের সংখ্যা ৩ হাজারের বেশি। এসব পণ্য বর্জন করলে, বছরে চীনের ক্ষতি হবে ১৩ বিলিয়ন ডলারের বেশি।
এই ব্যবসায়ী নেতা জানান, চীন থেকে বছরে অন্তত ৭০ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে ভারত। বৈদ্যুতিক যন্ত্রের ৭০ শতাংশই আসে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি থেকে। বেশিরভাগ পাইকারি মার্কেটই বেইজিংয়ের দখলে। এমন বাস্তবতায় চীনা পণ্য বর্জনের উদ্যোগ সফল করতে সরকারের সহায়তা চান ব্যবসায়ীরা।
অল ইন্ডিয়া ট্রেডার্সের মহাসচিব প্রবীণ কান্দেলওয়াল বলেন, দেশজুড়ে প্রচুর সাড়া পাচ্ছি। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যাচ্ছে। সব শ্রেণি-পেশার মানুষ চীনা আগ্রাসনের বিরুদ্ধে ফুসছে। এখন ভারতকে চীনা পণ্যমুক্ত করতে সরকারের সহযোগিতা প্রয়োজন।
সেনা হত্যার উত্তাপ ছড়িয়েছে, বলিউড ও ক্রিকেট অঙ্গনেও। চীনা পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, ধোনি ও শচীন টেন্ডুলকারের মতো তারকারা।