বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা পরীমনির পাশপাশি প্রযোজক নজরুল ইসলাম রাজেরও চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বনানী থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় রাজকে এই রিমান্ড মঞ্জুর করা হয়।
বৃহস্পতিবার (৫ আগস্ট) সন্ধ্যায় তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। ঢাকার মহানগর হাকিম মামুনুর রশীদ প্রথমে পরীমনি ও তার সহযোগী আশরাফুলের মামলায় শুনানি নেন। দুজনেরই চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন তিনি।
পরে একই আদালতে নজরুল ইসলাম রাজ ও তার সহযোগী সবুজের রিমান্ড শুনানি হয়। তাঁদের দুজনেরও চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে র্যাব সদর দপ্তর থেকে কালো একটি মাইক্রোবাসে তাদের বনানী থানায় নেয়া হয়। পরে তাদেরকে বনানী থানায় হস্তান্তর করে র্যাব। এরপর বনানী থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন ধারায় পৃথক মামলা দায়ের করে।
উল্লেখ্য, বুধবার (৪ আগস্ট) বিকেলে বনানী বাসা থেকে পরীমনিকে আটক করে র্যাপিড একশন ব্যাটেলিয়ন-র্যাব। আটকের সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক সামগ্রী উদ্ধার করার করা হয়। পরে পরীমনির দেয়া তথ্যের ভিত্তিতে বনানীর বাসা থেকে আটক করা হয় চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজকে।
সূত্র:চ্যানেল টোয়েন্টি ফোর