বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা পরীমনিকে আটকের পর এবার আলোচিত প্রযোজক ও অভিনেতা নজরুল ইসলাম রাজকে মাদকসহ আটক করেছে র্যাব। তার বাসায় এখনো র্যাবের অভিযান চলছে।
বুধবার (৪ আগস্ট) রাত সাড়ে ৮টায় রাজের বাসায় অভিযানে যায় র্যাব।
জানা যায়, চিত্রনায়িকা পরীমনিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পাওয়া তথ্যে এ অভিযান পরিচালনা করছে র্যাব।
র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নজরুল ইসলাম রাজের হাত ধরেই পরীমনি চলচ্চিত্র জগতে পা রাখেন। পরীমনির প্রথম চলচ্চিত্র ‘ভালোবাসা সীমাহীন’ প্রযোজনা করেছিলেন রাজ। প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করেন।