সারাদেশ ডেস্ক, আজনিউজ২৪: চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশ নেয়ার আবেদনের ব্যাপারে আইন মন্ত্রণালয়ের মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। রোববার (৯ মে) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয় আইন মন্ত্রণালয়ের মতামত।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড. মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
তাকে বিদেশে নেয়ার আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক রোববার বলেন, ‘হ্যাঁ, পাঠিয়ে দিয়েছি। এ বিষয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন।’
এর আগে বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যেতে ৫ মে রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসায় গিয়ে আবেদন করেন খালেদা জিয়ার ভাই শামীম এস্কান্দর। সেদিন রাতেই আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরের দিন গুলশানে নিজ বাড়িতে আইনমন্ত্রী জানান, ওই দিনের (বৃহস্পতিবার) মধ্যে সিদ্ধান্ত হবে না। তবে আবেদনটি মানবিকভাবে দেখা হচ্ছে।
গত ১১ এপ্রিল বিএনপি নেত্রীর করোনা ধরা পড়ে। এছাড়া নানা শারীরিক জটিলতা নিয়ে ২৭ এপ্রিল ভর্তি হন হাসপাতালে তিনি। শনিবার রাতে বিএনপি নেত্রী করোনামুক্ত হন। তবে ৭৬ বছর বয়সী খালেদা জিয়ার আরও কিছু রোগ রয়েছে। এর মধ্যে আছে বাতজ্বর, হাঁটুর ব্যথা, চোখের সমস্যা ও ডায়াবেটিস।
সূ্ত্র : সময় টিভি