ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: অবশেষে পুরোপুরি নিভেছে চার মাস ধরে জ্বলতে থাকা অস্ট্রেলিয়ার দাবানল। দীর্ঘদিন ধরে জ্বলতে থাকা বনভূমিতে দিনভর টানা বৃষ্টি হওয়ায় স্বাভাবিক হয়েছে পরিস্থিতি।
তিন বছরের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টিতে স্বস্তি ফিরেছে অস্ট্রেলিয়ার নগর জীবনেও। তবে বৃষ্টি চলতে পারে সপ্তাহব্যাপী আবহাওয়ার এমন পূর্বাভাসে এবার বন্যা আর ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় রয়েছে দেশটি। ইতোমধ্যেই, বেশ কয়েকটি অঞ্চলে জরুরি সতর্কতা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দুর্যোগ পূর্ববর্তী প্রস্তুতি হিসেবে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। সূত্র : বিবিসি