বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩১ দশমিক ৯ বিলিয়ন ডলারে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) অনুযায়ী হিসাব করলে বর্তমানে দেশের রিজার্ভ দাঁড়িয়েছে ২৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলার।
সোমবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বৈশ্বিক অর্থনৈতিক চাপের মধ্যেও রপ্তানি আয় ও রেমিট্যান্স প্রবাহ স্থিতিশীল থাকায় রিজার্ভের এ অবস্থান ধরে রাখা সম্ভব হয়েছে। তবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হিসাব করলে প্রয়োজনীয় দায় এবং প্রতিশ্রুত অর্থ বাদ দেওয়ার ফলে রিজার্ভের পরিমাণ কিছুটা কম দেখানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংক আরও জানায়, আমদানি ব্যয় ও বৈদেশিক লেনদেনসহ সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে রিজার্ভ ব্যবস্থাপনায় সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

