সারাদেশ ডেস্ক, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আজনিউজ২৪: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ধানবোঝাই ইঞ্জিনচালিত ট্রলি উল্টে ৮ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। নিহতরা সবাই কৃষি শ্রমিক বলে জানিয়েছে শিবগঞ্জ থানা পুলিশ। দুর্ঘটনা কবলিত ট্রলি এবং হতাহতদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে শিবগঞ্জের বারিকবাজার এলাকায় ইঞ্জিনচালিত ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ধানের বস্তার নিচে কৃষি শ্রমিকরা চাপা পড়লে ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নওগাঁ থেকে ধান কেটে ট্রলিতে করে সোনা মসজিদের বালিয়াদিঘী যাচ্ছিলেন শ্রমিকরা। পথে ভাঙা সাঁকোর কাছে হঠাৎ ট্রলি উল্টে গেলে ঘটনাস্থলেই সাত শ্রমিক নিহত ও ৪ জন আহত হন।
নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদের বালিয়াদিঘী গ্রামের নওসাদ আলীর ছেলে আবুল কাশেম, একই এলাকার ইমান আলীর ছেলে বাবু, তাজাকুল ও তার ছেলে মিঠুন, মো. কাবিলের ছেলে কায়েম, আমানুরের ছেলে শিশু ও রেহেমানের ছেলে আতাউর রহমান।
খবর পেয়ে হতাহতের উদ্ধার দুর্ঘটনা কবলিত ট্রলি এবং হতাহতদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। আহত ৫ জনকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্র : ইন্ডিপেনডেন্ট টিভি