বিজনেস ডেস্ক, চাঁদপুর প্রতিনিধি, আজনিউজ২৪: চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে স্যামসাং মোবাইলফোন কোম্পানির ব্র্যান্ডশপ চালু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাবুরহাট বাজারের রাফি টাওয়ারের দ্বিতীয় তলায় এই ব্র্যান্ডশপ উদ্বোধন করা হয়।
বর্ণাঢ্য আয়োজনে ফিতা কেটে ব্র্যান্ডশপের শুভ উদ্বোধন করেন বাবুরহাট বাজার কমিটির সভাপতি দেলোয়ার হোসেন। উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠানটির সার্বিক উন্নতি ও মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
স্যামসাং এর অথারাইজড ডিস্টিবিউটর ফেয়ার ডিস্ট্রিবিউশন- এর ডিলার আলম এন্ড সন্স এর স্বত্বাধিকারি আলমগীর হোসেন আলমের সার্বিক তত্ববধায়নে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যামসাং এর রিজিওনাল ম্যানেজার কিংশুক পাল, এরিয়া ম্যানেজার মো. শাহরিয়ার, টেরিটরি ম্যানেজার অমিত সরকার, ফিল্ড অপারেশন এক্সিকিউটিভ সৌরভ ঘোষ, বাবুর হাট বাজার কমিটির সেক্রেটারি দুলাল মাল, রাফি টাওয়ারের স্বত্বাধিকারী কবির মিজিসহ স্থানীয় ব্যাবসায়ী ও শহরের গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
স্যামসাং অথোরাইজড ডিস্টিবিউটর ফেয়ার ডিস্ট্রিবিউশন- এর ডিলার আলম অ্যান্ড সন্স এর স্বত্বাধিকারি আলমগীর হোসেন জানান, চাঁদপুর,বাবুরহাট বাজারে স্যামসাংয়ের অরিজিন্যাল পণ্য পৌঁছে দিতে এই ব্র্যান্ডশপ চালু করা হয়েছে। এতে গ্রাহকরা পাবেন, স্যামসাং ব্র্যান্ডের অরজিন্যাল সকল প্রকার নিত্যনতুন মোবাইলফোন ও অ্যাক্সেসরিজ ইত্যাদি।
চাঁদপুরের বাবুরহাটে স্যাংমসং এর ব্র্যান্ডশপ চালু
চট্টগ্রাম
0 Views