চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উন্নয়ন প্রকল্পে অনৈতিক সুবিধা না পেয়ে স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানীর ওপর হামলা ও কার্যালয় ভাঙচুরের ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতাসহ চার ঠিকাদারকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৯ জানুয়ারি) দিনগত রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে খুলশী থানা পুলিশ।
গ্রেফতাররা হলেন সঞ্জয় ভৌমিক কংকন, সুভাষ দে, নাজমুল হাসান ফিরোজ ও মাহমুদ উল্লাহ। এদের মধ্যে কংকন ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তার ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম শাহ আমানত ট্রেডার্স।
সোমবার (৩০ জানুয়ারি) গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা। তিনি জাগো নিউজকে বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে রোববার রাতে একটি মামলা করা হয়। ওই মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িত বাকিদেরও গ্রেফতারে অভিযান চলছে।