চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ক্লিংকারবাহী জাহাজের ধাক্কায় “টিটু ফরটিন” নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় ৭ নাবিক নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে বন্দর ও কোস্ট গার্ড।
শনিবার (১৯ মার্চ) রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বন্দর কর্মকর্তারা জানিয়েছেন, গতরাত সাড়ে ৩টার দিকে সাগরে আলফা অ্যাঙ্কোরেজ এলাকায় ২টি জাহাজের সংঘর্ষ হয়। ডুবে জওয়া জাহাজের ৬ জন নাবিককে উদ্ধার করা গেছে। বাকিরা নিখোঁজ রয়েছেন।
ডব্লিউটিসি জানিয়েছে, টিটু ফরটিনে সিমেন্ট ক্লিংকার ছিল। বন্দরের ৩টি নৌযান নাবিকদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে। যোগ দিয়েছে কোস্টগার্ডও।
এ দুর্ঘটনায় নৌচলাচলে বিঘ্ন ঘটছেনা বলে জানিয়েছেন বন্দরের ডেপুটি কনজার্ভেটর ক্যাপ্টেন ফরিদ উদ্দিন।