সারাদেশ ডেস্ক, এইউজেডনিউজ২৪: চট্টগ্রামের লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায ১৩ জন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
শনিবার (২১ মার্চ) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রামের পুলিশ সুপার।
তিনি জানান, রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগড়ার চুনতি ফরেস্ট অফিস এলাকায় ট্রাক-হিউম্যান হলারের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ১০ জন নিহত হন। পরে আহতদের হাসপাতালে নিলে আরো দুইজনের মৃত্যু হয়।
চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আলমগীর হোসেন বলেন, চুনতি ফরেস্ট অফিস এলাকায় ট্রাকের ধাক্কায় চার চাকার হিউম্যান হলারের ১২ যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত আরও সাতজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে নিহত ও আহতদের পরিচয় এখনও জানা যায়নি। সূত্র : সময় টিভি
বিস্তারিত আসছে…