জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে একের পর এক আচরনবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীদের বিরুদ্ধে। সবশেষ সে তালিকায় যুক্ত হয়েছে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ এর ভিপি প্রার্থী মো: রাকিব।
সোমবার (২৪ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের বাসে করে শিক্ষার্থীরা বাড়িতে যাওয়া সময় ক্যম্পাসের ভেতরে তাদেরকে নিজ হাতে খাবার বিতরন করতে দেখা যায়। এর আগে গত রোববার রাতে প্যানেলের অফিসিয়াল ফেসবুক পেইজেও এ বিষয়ে প্রচারণা করতে দেখা যায়।
তবে সংশ্লিষ্টরা বলছেন, ছাত্রদল সমর্থিত এ প্যানেলেত এমন কর্মকান্ডে জকসু নির্বাচনী আচরনবিধির ১১(ঙ) ধারা লঙ্ঘিত হয়েছে। ওই ধারাতে বলা হয়েছে, কোন প্রার্থী ভোটারগণকে কোনরকম পানীয় বা খাদ্য পরিবেশন বা কোনরকম উপঢৌকন প্রদান করিতে পারবেন না৷
এর আগে গতকাল রাতেও কনসার্টের মঞ্চে উঠেন ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী খাদিজাতুল কোবরা ও সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তাকরিম আহম্মেদ ও হল সংসদের ভিপি প্রার্থী রিমি। যা ছিলো নির্বাচনের আচরনবিধির স্পষ্ট লঙ্ঘন। কনসার্টের অনুমতি পত্রে বলা রয়েছে, কোন প্রার্থী মঞ্চে উঠতে পারবেন না।
এ বিষয়ে ভিপি প্রার্থী মো: রাকিব বলেন, উদ্ভুদ্ধ পরিস্থিতিতে আমরা এ খাবারের ব্যবস্থা করেছি। যেহেতু এটি একটি উদ্ভুদ্ধ পরিস্থিতিতে আমরা এটি করেছি তাই এখানে আচরনবিধি লঙ্ঘন হয়েছে বলে আমার মনে হয় না।
নির্বাচনী আচরনবিধি লঙ্ঘনের বিষয় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, আমাদের নজরে এসেছে কিন্তু এখনো আমরা কোন প্রার্থীর পক্ষ থেকে অভিযোগ পাই নি। যদি কেউ অভিযোগ দেয় তাহলে সে অভিযোগের প্রেক্ষিতে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

