আবহাওয়ার পরিবর্তন ডেস্ক, এইউজেডনিউজ২৪: ঘূর্ণিঝড় আম্পানে ভারতে মারা গেছে অন্তত ৮৪ জন। পশ্চিমবঙ্গের কলকাতায় ১৯ এবং অন্য জেলায় আরও ৬১ জনের মৃত্যু হয়েছে। আর ওড়িশায় মারা গেছেন ৪ জন। দুর্গত দুই রাজ্য পশ্চিমবঙ্গ ও ওড়িশা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী মোদি।
কলকাতায় পানিতে ডুবে ৪ জন এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরও ৫ জন মারা গেছেন। পশ্চিমবঙ্গ সরকারের প্রাথমিক হিসেবে, বুধবার আঘাত হানা শক্তিশালি ঝড়টি তাণ্ডব চালায় রাজ্যের ৪’শ কিলোমিটার জুড়ে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাসহ ৭-৮ টি জেলা খুবই ক্ষতিগ্রস্ত।
কলকাতাসহ হুগলি এবং হাওড়াতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে, আম্পান। উত্তর শহরতলি ও উত্তর ২৪ পরগনার প্রায় ৪৫ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত, উপড়ে গেছে ১১ হাজার গাছ। কেবল এ জেলাতেই মারা গেছে ১৫ জন। জেলায় বিপর্যস্ত বিদ্যুৎ পরিসেবা। নদিয়ায় ৭ জন, পূর্ব মেদিনীপুরে ৪ এবং কাথিদে ২ জন মারা গেছে।
মুর্শিদাবাদে ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক বাড়িঘর। পূর্ব বর্ধমানে দেয়ায় চাপায় প্রাণ হারান একজন। এ জেলায় প্রায় ৩’শ কোটি রুপির ক্ষতি হয়েছে। নিহতদের পরিবার প্রতি আড়াই লাখ রুপি ক্ষতিপূরণ দেবে পশ্চিমবঙ্গ সরকার। ক্ষতি মোকাবেলায় ১ হাজার কোটি রুপি বরাদ্ধ দেয়া হয়েছে।