ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলের বিভিন্ন বেড়িবাঁধ ভেঙে গেছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মুহিববুর রহমান। রোববার (২৬ মে) এই কথা জানান তিনি।
মো. মুহিববুর রহমান বলেন, উপকূলে এখনও আতঙ্ক কাটেনি। বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা আছে। প্রবল বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এটাও একটা দুর্যোগ। ভূমিধ্বসেরও সম্ভাবনা রয়েছে। ক্ষতি দ্রুত কাটিয়ে উঠতে তথ্য উপাত্ত সংগ্রহের কাজ চলছে। যাতে কম সময়ের মধ্যে কাজ করা যায়। সব ধরনের সহযোগীতার জন্য প্রস্তুত আমরা।
তিনি বলেন, ৯ হাজার আশ্রয়কেন্দ্র প্রস্তুত আছে। আশ্রয়ের সক্ষমতা রয়েছে আমাদের। প্রয়োজনে স্কুলগুলো ব্যবহার করা হবে। সোমবার দূর্গত এলাকায় সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। শুধু কর্মকর্তা কর্মচারীরা যাবেন।