বরিশাল, ২০ অক্টোবর (এইউজেডনিউজ২৪) : ঘুষের বিনিময়ে আটক ১০ জেলেদের ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে বরিশালের মেহেন্দিগঞ্জ থানার দুই পুলিশ সদস্যদের বিরুদ্ধে। তারা হলেন- মেহেন্দিগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দেলোয়ার ও কনস্টেবল সুমন সিকদার।শনিবার দিবাগত রাতে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবিদুর রহমান জানান, এ দুই পুলিশ সদস্যকে তাদের থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার ভোরে মেহেন্দিগঞ্জ চরএককরিয়া ইউনিয়নের লালখাড়াবাদ নদীতে অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অপরাধে ১০ জন জেলেকে আটক করে এএসআই দেলোয়ারের নেতৃত্বে পুলিশ সদস্যরা। আটকের পর জেলেদের কাছে টাকা দাবি করেন এএসআই দেলোয়ার ও কনস্টেবল সুমন সিকদার। পরে স্থানীয় দুই ব্যবসায়ী টাকা দিয়ে ওই জেলেদের ছাড়িয়ে রাখেন। পরে এই ঘটনায় জেলেরা ক্ষুব্ধ হয়ে পোলতাতলী বাজারে বিক্ষোভ করলে বিষয়টি জানাজানি হয়ে যায়।