শেয়ার বাজার ডেস্ক: লেনদেন শুরুর আধা ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার ৩৫ পয়েন্ট কমে যায় ডিএসইর সূচক। এরপর ধীরে ধীরে সূচক বেড়েছে। দুপুর ১২টার দিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক ৩৯ পয়েন্ট বেড়ে বর্তমানে ৬ হাজার ৭৫ পয়েন্টে অবস্থান করছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের পতনে লেনদেন চলছিল। সেখানেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।
এ ছাড়া ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ১৩০২ পয়েন্ট ও ২১৯৭ পয়েন্টে।
এ সময়ের মধ্যে দাম বেড়েছে ২১৩টি কোম্পানির শেয়ারের, কমেছে ১০৭ কোম্পানির শেয়ারের এবং দাম অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানির শেয়ারের।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও লেনদেন শুরুর পর সূচকের বড় পতন ঘটেছে। ৬১ পয়েন্ট কমে ১০টা ৩৯ মিনিটে সিএএসপিআই সূচক অবস্থান করছিল ১৭ হাজার ৫০৯ পয়েন্টে। পরে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে থাকে সিএসই। দুপুর ১২টার দিকে সিএএসপিআই সূচক অবস্থান করছে ১৭ হাজার ৫৯৭ পয়েন্টে।