শেয়ার বাজার ডেস্ক, এইউজেডনিউজ২৪: গ্রেপ্তার হওয়ার আগেই গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে ১৮ কোটি টাকা তুলে নেন ক্রেস্ট সিকিউরিটিজের মালিক শহীদুল্লাহ। মঙ্গলবার (৭ জুলাই) ডিএমপির মিডিয়া সেন্টার প্রাঙ্গনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় গোয়েন্দা পুলিশ।
বিনিয়োগকারীদের শেয়ারের টাকা আত্মসাৎ করায় এখন পর্যন্ত ৫টি মামলা হয়েছে বলে জানান ডিবির অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন।
তবে, প্রাথমিক অবস্থায় শহীদুল্লাহ বাকি টাকা কোথায় রেখেছেন তা জানা যায়নি। এছাড়াও দেশের বাইরে টাকা পাচার হয়েছে কি না তাও খতিয়ে দেখা হবে বলে জানান গোয়েন্দারা।
২২ জুন দেশের প্রধান পুজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ব্রোকার হাউস ক্রেস্ট সিকিউরিটি বন্ধ করে লাপাত্তা হন প্রতিষ্ঠানটির মালিক শহীদুল্লাহ। সোমবার স্ত্রীসহ গ্রেপ্তার হন লক্ষ্মীপুর-নোয়াখালি সীমান্ত এলাকা থেকে। সূত্র : চ্যানেল টোয়েন্টি ফোর