টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের গ্রুপ পর্বের খেলা শেষের পর্যায়ে। ইতোমধ্যে সুপার এইট নিশ্চিত করেছে ৬টি দল, অপেক্ষা আরও ২টি দলের। যার জন্য ২২ গজের লড়াইয়ে রয়েছে ৪টি দল। তন্মধ্যে একটি স্পটে জায়ঘা পাওয়ার যোগ্য দাবিদার বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালকে হারালেই নিশ্চিত হবে সুপার এইট।
এমন ম্যাচের আগে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) থেকে সুখবর পেয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আইসিসির ঘোষিত ‘বিশেষ একাদশে’ জায়গা পেয়েছেন তিনজন বাংলাদেশি ক্রিকেটার। যার নেতৃত্বের ভারও দেয়া হয়েছে একজন বাংলাদেশির কাঁধে।
শনিবার (১৫ জুন) রাতে নিজেদের সোশ্যাল মিডিয়ায় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফ্যান্টাসির সেরা একাদশ ঘোষণা করেছে। তৃতীয় সেটের সেই একাদশে বাংলাদেশের হয়ে জায়গা পেয়েছেন তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়, তরুণ পেসার তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ। সবচেয়ে সম্মানের বিষয় হচ্ছে এই একাদশের নেতৃত্বভার তুলে দেয়া হয়েছে তরুণ পেসার তানজিম সাকিবের কাঁধে। যে একাদশে রয়েছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানের মতো তারকা ক্রিকেটার। ঘোষিত একাদশের মধ্যে সবচেয়ে বেশি ১৪২ পয়েন্ট টাইগার পেসার সাকিবের। তাসকিন ও হৃদয়ের পয়েন্ট যথাক্রমে ১৩১ ও ৬৪।
আইসিসির ফ্যান্টাসি একাদশে দ্বিতীয় সর্বোচ্চ দুইজন আছেন ওয়েস্ট ইন্ডিজের। তারা হলেন, শারফেন রাদারফোর্ড ও আলজারি জোসেফ। ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এই ৬ দলের একজন করে ক্রিকেটার আছেন। উইকেটের পেছনের দায়িত্বে দেয়া হয়েছে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানের কাঁধে।