আইন ও আদালত ডেস্ক, এইউজেডনিউ২৪: গ্রামীনফোনকে বাকী ১ হাজার কোটি টাকা আগামী তিন মাসের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।
বিদেশি কোম্পানি গুলো দেশের নিয়ম কানুন মেনেই ব্যবসা করবে বলে আশা ব্যাক্ত করেন আপিল বিভাগ।
গতকাল রোববার (২৩ ফেব্রুয়ারি) প্রথম কিস্তি হিসেবে এক হাজার কোটি টাকা বিটিআরসিকে জমা দেয় গ্রামীণফোন। বেলা সাড়ে তিনটার পর কমিশন চেয়ারম্যানের কাছে আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর করেন গ্রামীণফোনের চিফ রেগুলেটরি অ্যাফেয়ার্স হোসেন সাদাত।
এ সময়, বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক জানান, অবশেষে গ্রামীণফোন তাদের ভুল বুঝতে পেরেছে। এরআগে, বিটিআরসির দাবির প্রেক্ষাপটে সাড়ে ১২ হাজার কোটি টাকার মধ্যে এক হাজার কোটি টাকা আগামী রোববার দেবে বলে জানিয়েছেন গ্রামীণফোন। আপিল বিভাগের আদেশ মেনে আগামী ২৩ ফেব্রুয়ারি টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাকে (বিটিআরসি) ১ হাজার কোটি টাকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে গ্রামীণফোন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রামীণফোন বাংলাদেশের আইন ব্যবস্থা এবং সুপ্রিম কোর্টের রায়কে সম্মান করে। তবে গ্রামীণফোন এবং এর ব্যবস্থাপনার ক্ষেত্রে বিটিআরসি যে চাপ প্রয়োগ করছে, আদালতের কাছ থেকে তার নিরাপত্তা দাবি করেছে।
এদিকে, বিটিআরসির নিরীক্ষা দাবির সাড়ে ১২ হাজার কোটি টাকার মধ্যে ১০০ কোটি টাকা দেওয়ার প্রস্তাব নিয়ে গেলে বিটিআরসি তা ফিরিয়ে দিয়েছে বলে জানায় গ্রামীণফোন। গ্রামীণফোনের কাছে ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা এবং রবির কাছে ৮৬৭ কোটি ২৩ লাখ টাকা পাওনা রয়েছে বলে গত বছর দাবি করে বিটিআরসি। একপর্যায়ে বিটিআরসির দাবি করা টাকার অঙ্ক নিয়ে আপত্তি তুলে নিম্ন আদালতে একটি টাইটেল স্যুট (স্বত্ত্বের মামলা) মামলা করে গ্রামীণফোন। ওই মামলাটি আদালত গ্রহণ করে। ওই টাইটেল স্যুটের অধীনেই গ্রামীণফোন বিটিআরসির পাওনা আদায়ের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করে, যা গত ২৮ আগস্ট নিম্ন আদালত খারিজ করে দেন। সূত্র : চ্যানেল ২৪ টিভি
গ্রামীনফোনকে বাকী ১ হাজার কোটি টাকা আগামী তিন মাসের মধ্যে পরিশোধের নির্দেশ : আপিল বিভাগ
আইন ও আদালত
0 Views