এডুকেশন ডেস্ক: এসএসসি ও এইচএসসিতে গোল্ডেন জিপিএ পাওয়া ফরিদগঞ্জের ফারহানা হক উষা এবার মেডিকেল ভর্তি পরীক্ষায়ও সফল হয়েছেন। ২০২১-২২ সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন উষা । মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে প্রকাশিত ফলাফলে এমন তথ্য জানা গেছে।
ফরিদগঞ্জের মুক্তিযুদ্ধের সংগঠক ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামী লীগকে সুসংগঠিত করার একমাত্র বর্ষীয়ান নেতা মরহুম আমিনুল হক মাস্টার তৃতীয় ছেলের ঘরের নাতনী উষা পাবনা সরকারি মেডিকেল কলেজে সিলেক্টেড হয়েছেন। পিতা মঈনুল হক ফারুক একজন প্রবাসী, মাতা মোরশেদা বেগম একজন গৃহিনী ।উষার জন্ম ২০০৩ সালের ৩ সেপ্টেম্বর, ফরিদগঞ্জ সাফুয়া গ্রামে মুসলিম পরিবারে । ফারহানা হক উষা পঞ্চম শ্রেণির সমাপনি পরীক্ষা ও জেএসসি পরীক্ষায় এ প্লাস পেয়েছে।
তিনি ফরিদগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় স্কুল থেকে ২০১৯ সালে এসএসসি এবং গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজ থেকে ২০২১ সালে এইচএসসি সম্পন্ন করেন। অতীতের ধারাবাহিকতায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায়ও মেধার স্বাক্ষর রাখেন তিনি। গুরুত্বপূর্ণ এই দুই পরীক্ষাতে গোল্ডেন জিপিএ-৫ পান তিনি।
বুধবার দুপুরে ফলাফল প্রকাশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মেধাবী উষা বলেন, আমার এই সফলতার পেছনে আব্বু-আম্মুর অসীম ভূমিকা রয়েছে।মা, বাবার প্রত্যাশাকে জাগিয়ে তোলার লক্ষ্যেই চিকিৎসক বিদ্যায় মনোযোগী হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ডাক্তার হওয়ার বিষয়ে ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল। ভবিষ্যৎ পরিকল্পনার জানতে চাইলে তিনি বলেন, ‘প্রথম চাওয়া হলো, একজন ভালো ডাক্তার হওয়া। সেই সঙ্গে একজন ভালো মানুষ হওয়া, যাতে মানুষের সেবা করতে পারি। কারণ চিকিৎসা সেবা মূলক পেশা।