গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে দলটির নেতাকর্মীরা।
বুধবার (১৬ জুলাই) বিকালে শাহবাগে অবস্থান নেন তারা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
শাহবাগ থানার ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার দুপুরে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় এনসিপির নেতাকর্মীদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এতে ককটেল বিস্ফোরণ, ইট-পাটকেল নিক্ষেপ, গাড়ি ভাঙচুর এবং আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।এ ঘটনায় জেলাটিতে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
এ ঘটনায় বিকালে সারা দেশে ব্লকেড কর্মসূচির ডাক দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশীদ।
ফেসবুক পোস্টে তিনি লিখেন, “গোপালগঞ্জে জুলাইয়ের নেতাদেরকে হামলার প্রতিবাদে সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।”
সারাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল ইউনিটকে স্থানীয় ছাত্রসংগঠন, রাজনৈতিক দলসহ সর্বস্তরের ছাত্রজনতাকে সাথে নিয়ে ব্লকেড কর্মসূচি পালনের আহ্বান জানানো হয় রিফাতের পোস্টে।