গোপালগঞ্জে এনসিপি সমাবেশ ঘিরে সংর্ঘষের জেরে জেলাটিতে কারফিউ জারি করেছে সরকার।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
প্রেস উইং জানায়, বুধবার রাত ৮টা থেকে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে।
আজ দুপুরে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় এনসিপির নেতাকর্মীদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এতে ককটেল বিস্ফোরণ, ইট-পাটকেল নিক্ষেপ, গাড়ি ভাঙচুর এবং আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
এ ঘটনায় জেলাটিতে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।
এদিকে গোপালগঞ্জে এ হামলার ঘটনাকে মানবাধিকারের ‘লজ্জাজনক লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেছে অন্তর্বর্তী সরকার।
এক বিবৃতিতে বলা হয়, “এ জঘন্য হামলায় জড়িত কেউই শাস্তির বাইরে থাকবে না, যা কিনা নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা করেছেন বলে অভিযোগ উঠেছে।”
হামলার ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল।