গত ১৫ বছরে বলপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যার অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এছাড়া এরই মধ্যে অন্য অভিযোগে গ্রেফতার হয়ে কারাগারে থাকা বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে আজকের অভিযোগে (প্রোডাকশন ওয়ারেন্ট) আগামী ১২ ফেব্রুয়ারী ট্র্যাইব্যুনালে হাজির করতে নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক এবং সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আবেদন করেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম।
এছাড়া একই অভিযোগে বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে (প্রোডাকশন ওয়ারেন্ট) দেখানোর আবেদন করা হয়। এরপর ট্র্যাইব্যুনাল আদেশ দেন। এসময় ট্র্যাইব্যুনালে গুমের শিকার ব্যাক্তি ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।