আইন ও আদালত ডেস্ক, এইউজেডনিউজ২৪: জামিন পেয়ে রহস্যজনক নিখোঁজের পর গণমাধ্যমের সামনে আসলেন অবসরপ্রাপ্ত মেজর সিনহার দুই সহকর্মী শিপ্রা ও সিফাত। গুজবে কান না দেয়ার অনুরোধ, সময়মতো সব জানানো হবে বলে জানিয়েছেন শিপ্রা-সিফাত
গুজবে কান না দিয়ে মানসিক ট্রমা কাটানোর জন্য সময় চাইলেন শিপ্রা। আর দুঃসময়ে পাশে দাড়ানোর জন্য দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানালেন সিফাত। সেইসাথে সময়মতো সিনহা রাশেদ হত্যা নিয়ে অনেক সত্য প্রকাশের কথা বললেন তারা দুজনই। নয়দিন পর মুক্ত হয়েছেন সিনহা হত্যা মামলার প্রত্যক্ষদর্শী সিফাত। সূত্র : চ্যানেল টোয়েন্টি ফোর