গুগল অ্যাপের ডিসকভার ফিডে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে সংবাদের সারাংশ প্রদর্শন শুরু করেছে গুগল। নতুন এ সুবিধা চালুর ফলে একাধিক সংবাদমাধ্যমের সংবাদ সংক্ষিপ্ত আকারে পড়ার সুযোগ পাচ্ছেন নির্বাচিত ব্যবহারকারীরা। ফলে সংবাদমাধ্যমের ওয়েবসাইটে পাঠকের সংখ্যা কমে যাওয়ার শঙ্কা তৈরি করছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, যুক্তরাষ্ট্রে বসবাসকারী আইওএস এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের অনেকে ইতিমধ্যে গুগল অ্যাপের ডিসকভার ফিডে নতুন এ সুবিধা দেখতে পাচ্ছেন। ডিসকভার ফিডে নতুন সুবিধা চালুর বিষয়ে গুগল জানিয়েছে, এটি কোনো পরীক্ষামূলক কার্যক্রম নয়, আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। ফলে ডিসকভার ফিডে থাকা সংবাদের ওপরের বাঁ পাশে একাধিক ওভারল্যাপ করা চিহ্ন দেখা যাবে, যা থেকে বোঝা যাবে, সংক্ষিপ্ত সারাংশটি বিভিন্ন সংবাদের তথ্য নিয়ে তৈরি করা হয়েছে।
ব্যবহারকারীরা চাইলে ওভারল্যাপ করা চিহ্নে ক্লিক করে ‘মোর’ অপশনের মাধ্যমে সংবাদের শিরোনামগুলোর তালিকা দেখতে পারবেন। সারাংশের নিচে স্পষ্টভাবে সতর্কবার্তা দেওয়া থাকবে। এতে বলা থাকবে, এই সারাংশ কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি হওয়ায় এতে ভুল থাকতে পারে। প্রতিটি সংবাদের তিন লাইনের সংক্ষিপ্ত সারাংশ প্রদর্শনের পর ব্যবহারকারী ‘সি মোর’ অপশনে ক্লিক করে বিস্তারিত পড়তে পারবেন।
গুগলের তথ্যমতে, নতুন এ সুবিধায় মূলত খেলা, বিনোদনসহ জীবনধারাভিত্তিক বিভিন্ন সংবাদের সারাংশ পড়া যাবে। ফলে পাঠকেরা সহজেই বুঝতে পারবেন, কোন ওয়েবসাইটের সংবাদ পড়া উচিত। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, গুগলের এআইনির্ভর বিভিন্ন সুবিধা বিভিন্ন ওয়েবসাইটের পাঠকের সংখ্যা কমিয়ে দিচ্ছে, যা বিজ্ঞাপন থেকে আয় ও পাঠকসংখ্যায় নেতিবাচক প্রভাব ফেলছে। এর আগে গুগল সার্চে ‘এআই ওভারভিউ’, ‘অডিও ওভারভিউ’ এবং ‘এআই মোড’ চালু করেছে, যেগুলোর মাধ্যমে ব্যবহারকারীরা মূল ওয়েবসাইটে প্রবেশ না করেই বিভিন্ন তথ্য জানতে পারেন।
প্রযুক্তিবিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, নতুন এ সুবিধা শুধু সংবাদমাধ্যমের জন্য নয়, গুগলের নিজস্ব এআই ব্যবস্থার জন্যও ভবিষ্যতে বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াতে পারে। কারণ, তথ্যের মূল উৎস যদি ধীরে ধীরে বিলীন হয়ে যায়, তবে এআই প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া কঠিন হয়ে যাবে।