আইন ও আদালত ডেস্ক: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব শিকদারকে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার ছাড়াই দাফন করে মুক্তিযোদ্ধাকে সরাসরি অপমান করা হয়েছে। এটা অন্যায়।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এই মন্তব্য করেন।
একইসঙ্গে পুরো ঘটনা কেন তদন্ত করা হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট বেঞ্চ।
গত ২৮ জানুয়ারি রাতে বাজিতপুর পৌরসভার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব শিকদার স্ট্রোক করে মারা যান। দাফনের সময় সবাই উপস্থিত হলেও আসেননি উপজেলা নির্বাহী অফিসার। এ কারণে বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার ছাড়াই দুপুরে জানাজা ও দাফন সম্পন্ন করা হয়। এ ঘটনায় ক্ষোভ জানান এলাকাবাসী।
এরপর গত ৩১ জানুয়ারি ওই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়া দাফনের ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। দায়েরকৃত রিটে বীর মুক্তিযোদ্ধার কবরস্থানে ‘গার্ড অব অনার’ দেয়ার নির্দেশনা চাওয়া হয়। রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।