দক্ষিণ কোরিয়াভিত্তিক বিশ্বখ্যাত গাড়ির ব্র্যান্ড কোম্পানি হুন্দাই বাংলাদেশি প্রতিষ্ঠান ফেয়ার টেকনোলজির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে গাজীপুরের বঙ্গবন্ধু হাই-টেক পার্কে গাড়ি উৎপাদন করছে।
এতে দেশের বাজারে সাড়ে ৩৪ লাখ টাকায় মিলবে হুন্দাইয়ের জনপ্রিয় মডেল এসইউভি-ক্রেটা।
মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে থ্রি এস সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাম ঘোষণা করা হয়।
ফেয়ার টেকনোলজির কারখানায় উৎপাদিত প্রথম গাড়ি হুন্দাই এসইউভি-ক্রেটার বাজারজাত দেশে শুরু হতে যাচ্ছে।
গত ১৯ জানুয়ারি হুন্দাইয়ের সঙ্গে স্ট্র্যাটেজিক পার্টনারশিপের ধারাবাহিকতায় বঙ্গবন্ধু হাই-টেক পার্কে অবস্থিত ফেয়ার টেকনোলজির কারখানায় হুন্দাই অটোমোবাইল কারখানার আনুষ্ঠানিক যাত্রা হয়।
সংবাদ সম্মেলনে ফেয়ার টেকনোলজির পরিচালক মুতাসসিম দায়ান বলেন, আমরা ক্রেটা গাড়ির দাম ৩৪ লাখ ৫০ হাজার টাকা থেকে শুরু করেছি, যা অত্যন্ত প্রতিযোগিতামূলক। গাড়িটির গ্রাহকরা পাবেন পাঁচ বছর বা ১ লাখ কিলোমিটার মাইলেজ পর্যন্ত ওয়ারেন্টি সুবিধা। আমদানি করা গাড়ির জন্য এ সুবিধা থাকে মাত্র তিন বছর।
তিনি বলেন, গ্রাহকদের জন্য আমরা ‘বাই-ব্যাক’ সুবিধা ঘোষণা করছি, যা তাদের অধিকতর আস্থা বাড়াবে। তিন বছর বা ৪০ হাজার কিলোমিটার মাইলেজের মধ্যে ক্রয়মূল্যের সর্বোচ্চ ৬০ শতাংশ দামে ‘বাই-ব্যাক’ সুবিধার নিশ্চয়তা দিচ্ছি।