গাজীপুরের কালীগঞ্জে কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।
শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কালীগঞ্জ পৌরসভার মূলগাঁও মাদরাসা এলাকায় টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এক নারীসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পর এক শিশুর মৃত্যু হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন গণমাধ্যমকে জানান, তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। আহত অটোরিকশা চালকসহ দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।