গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গী ব্রিজের ওপর গর্ত বিপাকে ফেলেছে যাত্রী থেকে শুরু পথচারীদের। রাজধানীর প্রবেশমুখে জ্বরাজীর্ন টঙ্গী সেতু পলেস্তারা খসে পড়ে বড়সড় গর্ত তৈরি হওয়ায় বন্ধ রয়েছে সবধরনের যান চলাচল। এদিকে, তিনদিনেও এর মেরামত না হওয়ায় চলছে না কোনো বাহন।
আব্দুল্লাহপুর থেকে কামাড়পাড়া হয়ে সরু পথে কচ্ছপগতিতে চলছে ঢাকার সঙ্গে গাজীপুর ময়মনসিহসহ দেশের বিভিন্ন প্রান্তে চলাচলকারী হাজারো পরিবহন। তাই দীর্ঘ যানজট সেতুর দুই প্রান্তে।
এই পথের যাত্রীরা জানান, ব্রীজটি এক বছর ধরে ভাঙা থাকলেও মেরামতের কোনও উদ্যোগ নেয়া হয়নি। এ পথে চলাফেরায় খুব ভোগান্তি হচ্ছে। তারা আরও জানান, ব্রীজটি পুরোপুরি ভেঙে নতুন করে নির্মাণ করার দাবি তাদের।
মেরামত কাজ শুরু হলেও চলছে ধীরগতিতে। দ্রুত সময়ে ব্রিজটি চলাচলের উপযোগী হওয়ার আশায় নিয়েই দীর্ঘপথ হেঁটে পাড়ি দিচ্ছে সাধারন মানুষ।
উড়াল সড়ক, এক্সপ্রেসওয়ে, টানেলসহ সড়কপথ গতিময় করতে যখন দেশজুড়ে বড় বড় প্রকল্প, ঠিক তখন ঢাকায় প্রবেশের মুখে তিনদিন ধরে এই ভোগান্তি বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে।াটজীপুঙ্গী ব্রিজের ওপর গর্ত বিপাকে ফেলেছে যাত্রীদের। রাজধানীর প্রবেশমুখে জ্বরাজীর্ন টঙ্গী সেতু পলেস্তারা খসে পড়ে বড়সড় গর্ত তৈরি হওয়ায় বন্ধ রয়েছে সবধরনের যান চলাচল। তিনদিনেও এর মেরামত না হওয়ায় চলছে না কোনো বাহন।
আব্দুল্লাহপুর থেকে কামাড়পাড়া হয়ে সরু পথে কচ্ছপগতিতে চলছে ঢাকার সঙ্গে গাজীপুর ময়মনসিহসহ দেশের বিভিন্ন প্রান্তে চলাচলকারী হাজারো পরিবহন। তাই দীর্ঘ যানজট সেতুর দুই প্রান্তে।
এই পথের যাত্রীরা জানান, ব্রীজটি এক বছর ধরে ভাঙা থাকলেও মেরামতের কোনও উদ্যোগ নেয়া হয়নি। এ পথে চলাফেরায় খুব ভোগান্তি হচ্ছে। তারা আরও জানান, ব্রীজটি পুরোপুরি ভেঙে নতুন করে নির্মাণ করার দাবি তাদের।
মেরামত কাজ শুরু হলেও চলছে ধীরগতিতে। দ্রুত সময়ে ব্রিজটি চলাচলের উপযোগী হওয়ার আশায় নিয়েই দীর্ঘপথ হেঁটে পাড়ি দিচ্ছে সাধারন মানুষ।
উড়াল সড়ক, এক্সপ্রেসওয়ে, টানেলসহ সড়কপথ গতিময় করতে যখন দেশজুড়ে বড় বড় প্রকল্প, ঠিক তখন ঢাকায় প্রবেশের মুখে তিনদিন ধরে এই ভোগান্তি বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে।