ন্যাশনাল ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈরে বাস্তব রূপ নিয়ে দাঁড়িয়েছে বঙ্গবন্ধু হাইটেক সিটি। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অন্যতম উদ্যোগ বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ আইন-২০১০ প্রণয়ন। ৩৫৫ একর জমি, ২০০৮ সালে আওয়ামী লীগ সরকারের ডিজিটাল বাংলাদেশ নির্মাণের যে স্বপ্নযাত্রা তা এখন বাস্তবে রূপ দিয়েছে।
গাজীপুরে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু হাইটেক সিটিতে চলছে বিশাল কর্মযজ্ঞ। বর্তমানে দেশি-বিদেশি মিলে মোট ৭০টি কোম্পানির কার্যক্রম পরিচালিত হচ্ছে দেশের প্রথম এই হাইটেক পার্কটিতে। বিনিয়োগ হয়েছে প্রায় ১২১ মিলিয়ন ডলার। ফাইবার অ্যাট হোমের চেয়ারম্যান মঈনুল হক সিদ্দিকী জানান, আগামি কয়েক বছরের মধ্যে এটি জনপ্রিয়তা পাবে এবং এই পার্কে কয়েক লাখ লোকের কর্মসংস্থান হবে।
বর্তমানে এখানে কর্মসংস্থান হয়েছে প্রায় ৪৫০ মানুষের। ২০২৫ সাল নাগাদ এই সংখ্যা ৪০ হাজারে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, মধ্যম আয়ের দেশ হতে আমাদের অর্থনীতিক বাণিজ্যে বৈচিত্রকরণ দরকার। আমাদের আরও বেশ কিছু শিল্পের উদ্যোগ নেয়া হয়েছে তার মধ্যে প্রযুক্তি শিল্প অন্যতম। তাই সফটওয়্যার ও হার্ডওয়্যারের ওপর থেকে করপোরেট কর তুলে নেয়া হয়েছে।
বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ২০২৫ সাল নাগাদ বিনিয়োগ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ১৩শ’ মিলিয়ন ডলার।