প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি গাজা নিয়ে মন্তব্য করে বলেছেন, তিনি চান গাজার মানুষ যেন নিরাপদে থাকতে পারে। তিনি বলেন, গাজার বাসিন্দারা যেন আর দুর্ভোগ না পায়, কারণ তারা ইতোমধ্যে “নরকের মধ্য দিয়ে গেছে”। বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
বৃহস্পতিবার দেওয়া এক বক্তব্যে ট্রাম্প এ কথা জানান। তিনি সাংবাদিকদের বলেন, গাজার জনগণের নিরাপত্তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।একজন সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, তিনি কি এখনও মনে করেন যুক্তরাষ্ট্র গাজা নিয়ন্ত্রণ করবে? জবাবে ট্রাম্প ওই মন্তব্য করেন। উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি প্রথমবার গাজা নিয়ন্ত্রণের প্রস্তাব দেন, যা আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। এরপর থেকে মাঝে মাঝে তিনি একই প্রস্তাব পুনরায় সামনে আনছেন।
এছাড়া এই সপ্তাহেই ট্রাম্প বলেন, তিনি আশা করছেন আগামী সপ্তাহেই গাজায় একটি যুদ্ধবিরতি কার্যকর হতে পারে। সেইসঙ্গে তিনি ঘোষণা দেন, ওয়াশিংটনে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে গাজা ও ইরান ইস্যুতে বৈঠকে বসবেন।প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় দমনমূলক সামরিক অভিযান চালিয়ে আসছে, যা আন্তর্জাতিক মহলের অনেকেই “গণহত্যা” হিসেবে আখ্যা দিয়েছে। এই হামলায় এখন পর্যন্ত ৫৭ হাজার ১০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।