গাজায় একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে শতাধিক ফিলিস্তিনি নিহতসহ বহু সংখ্যক আহত হয়েছেন। স্কুলটিতে শরণার্থী ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন।
শনিবার (১০ আগস্ট) ফিলিস্তিনি নিউজ এজেন্সি জানিয়েছে, স্কুলটি হামাসের কমান্ডিং কেন্দ্র হিসেবে অভিযুক্ত করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
হামাস পরিচালিত গাজা সরকারের সংবাদমাধ্যমের খবরে বলা হয়ে, স্থানীয় সময় ফজরের নামাজের পরই এ হামলা চালানো হয়। এতে বহু সংখ্যক হতাহত হয়।
এক বিবৃতিতে ইসরায়েল বাহিনী জানিয়েছে, হামাস তাদের কার্যক্রম পরিচালনার জন্য স্কুলটি ব্যবহার করে আসছিল। এতে আরও বলা হয়, হামলার আগের ক্ষয়ক্ষতিসহ একাধিক বিষয় বিবেচনায় নেয়া হয়।
হামাসের এজেন্সির মুখপাত্র মাহমুদ বাসাল টেলিগ্রাম পোস্টে জানিয়েছেন, হামলায় ভয়াবহ ক্ষতি হয়েছে, অনেকের দেহ আগুনে পুড়ে গেছে।
গত দুই দিন আগে গাজায় আরও দুটি স্কুলে হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় ১৮ জন নিহত হয়। গত ১০ মাস ধরে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত প্রায় ৪০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।