দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর গাজা যুদ্ধ নিয়ে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, গত রোববার থেকে শুরু হওয়া গাজা যুদ্ধবিরতি নিয়ে তিনি আত্মবিশ্বাসী নন।
গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। শপথ নেওয়ার মধ্য দিয়ে তিনি দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন।
দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প গতকাল হোয়াইট হাউসের ওভাল অফিসে গিয়ে বেশ কিছু নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এ সময় তিনি গাজায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি নিয়ে কথা বলেন।
গাজায় যুদ্ধবিরতি নিয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এটা আমাদের যুদ্ধ নয়, এটা তাদের যুদ্ধ। তবে আমি আত্মবিশ্বাসী (যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে) নই।’
ট্রাম্প আরও বলেন, হামাস দুর্বল হয়ে গেছে। গাজা বড় ধরনের ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
নতুন এই মার্কিন প্রেসিডেন্টের আশা, পরিকল্পনা নিয়ে এগোলে গাজায় সুন্দর সুন্দর কাজ করা সম্ভব।
গাজা সম্পর্কে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘সমুদ্রের ধারে এটি একটি অসাধারণ জায়গায় এর অবস্থান… আপনারা জানেন, সেখানকার সবকিছুই ভালো।’