গাজায় উপর্যুপরি বিমান হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপির অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল পৃথক কর্মসূচি ঘোষণা করেছে।
সোমবার সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করবে জামায়াত।
অন্যদিকে, শহীদ এবং যুদ্ধাহত ফিলিস্তিনির প্রতি সহমর্মিতা প্রকাশ করে ৭ আগামী এপ্রিল বিশ্বব্যাপী (ওয়ার স্টপ ফর গাজা) কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করছে জাতীয়তাবাদী ছাত্রদল। একই সাথে প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে দশটায় দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি করবে জাতীয়তাবাদী ছাত্রদল। একই দিনে দুপুর ১২টায় দেশের প্রতিটি শহরের সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মিছিল সহকারে শহরের প্রাণকেন্দ্রে সম্মিলিত বিক্ষোভ সমাবেশ করবে সংগঠনটি।
গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে বর্বর ইসরায়েলি বাহিনীর উপর্যুপরি বিমান হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে সোমবার সারাদেশে বাংলাদেশ শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘২০২৩ সালের অক্টোবর থেকে মানবতার দুশমন ইসরাইলি বাহিনীর পাশবিক হামলায় গাজায় ৫০ হাজার ৬০০ জনেরও বেশি নিহত এবং ১ লাখ ১৫ হাজার ৬৩ জনেরও অধিক নিরীহ ফিলিস্তিনি আহত হয়েছেন। এদের ৫৬ শতাংশই নারী ও শিশু।’
গত ১৯ জানুয়ারি যুদ্ধ বিরতি কার্যকর করার পর থেকেই ইসরাইল অব্যাহতভাবে গাজায় একের পর এক ছোট-খাটো হামলা চালিয়ে যুদ্ধ বিরতি লঙ্ঘন করে আসছে বলে উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি। তিনি বলেন, ‘গত ১৮ মার্চের হামলাটি ছিল যুদ্ধ বিরতির পর সবচাইতে বড় ধরনের হামলা। জালিম ইসরাইলি বাহিনীর এক দিনের এই বর্বর হামলায় নারী-শিশুসহ চার শতাধিক লোক নিহত হয়েছেন। ইসরাইলি প্রধানমন্ত্রী পুনরায় যুদ্ধ শুরু করার ঘোষণা দিয়ে এ হামলা চালিয়েছে। এ হামলার মাধ্যমে ইসরাইলিদের যুদ্ধবাজ জঙ্গি মনোভাবই আবার অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হলো।’
ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরায়েলি বাহিনীর উপর্যুপরি বিমান হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে ঘোষিত বিক্ষোভ মিছিলের কর্মসূচি শান্তিপূর্ণ ও সর্বাত্মকভাবে সফল করার জন্য সংগঠনের সকল শাখা এবং দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান গোলাম পরওয়ার।
গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যায় জাতীয়তাবাদী ছাত্রদলের নিন্দা ও প্রতিবাদ কর্মসূচি ঘোষণা দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন,মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান, দুপুর ১২ টায় প্রতিটি শহরের সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মিছিল সহকারে উপস্থিত হয়ে শহরের প্রাণকেন্দ্রে সম্মিলিত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। ইসরায়েলের মানবতাবিরোধী আগ্রাসনের প্রতিবাদে ঘোষিত কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেশের আপামর ছাত্র-জনতাকে অনুরোধ জানান তারা।
ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিবৃতিতে উল্লেখ করা হয়, ফিলিস্তিনের গাজা ও রাফায় দখলদার গণহত্যাকারী ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় ইতোমধ্যেই হাজার হাজার নিরপরাধ মানুষ শাহাদাৎ বরণ করেছেন। শিশু, নারী ও বৃদ্ধদেরকেও নির্মমভাবে হত্যা করছে অবৈধ দখলদার ইসরায়েলের সেনারা। গাজা উপত্যকা আজ মৃত্যু উপত্যকা। দখলদার ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে গাজার চিহ্ন মুছে ফেলতে নারকীয় হত্যাযজ্ঞে মেতে উঠেছে। পরিতাপের বিষয় এই যে,আন্তর্জাতিক বিশ্ব এখনও এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করে চলেছে ।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবা জানাচ্ছে। একই সঙ্গে শহীদ এবং যুদ্ধাহত ফিলিস্তিনিরে প্রতি সহমর্মিতা প্রকাশ করে ৭ আগামী এপ্রিল বিশ্বব্যাপী (ওয়ার স্টপ ফর গাজা) কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করছে।
গাজায় ইসরায়েলি আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দ বলেন, ‘এমন ভয়ঙ্কর বর্বরতার নিন্দা ভাষায় প্রকাশ সম্ভব নয়। ইসরায়েলের বর্বরতা সত্ত্বেও বিশ্ববাসীর নির্লিপ্ত আচরণ ততোধিক অমানবিক।’
এই প্রেক্ষিতে ছাত্রদল গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।