ফিলিস্তিনের গাজায় অ্যাম্বুলেন্সে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবারের (৩ নভেম্বর) এ হামলায় নিহত হয়েছেন অন্তত ১৫ জন। এ হামলায় জাতিসংঘের মহাসচিব ‘আতঙ্কিত’ বোধ করছেন।
শনিবার (৪ নভেম্বর) জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের একটি বিবৃতি প্রকাশ করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
বিবৃতিতে গুতেরেসে বলেন, আল-শিফা হাসপাতালের বাইরে একটি অ্যাম্বুলেন্স বহরে হামলায় আমি আতঙ্কিত। হাসপাতালের বাইরে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মৃতদেহের চিত্রগুলি হতাশাজনক।
তিনি আরও বলেন, যে কোন অবস্থায় এ সংঘাত ‘বন্ধ করতে হবে’।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা শুক্রবার গাজার আল-শিফা হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে বলেন, প্রথম হামলাটি হয়েছে গাজা সিটিতে। এতে অ্যাম্বুলেন্সের চালক ও একজন স্বাস্থ্যকর্মী গুরুতর আহত হয়েছেন।
আশরাফ আল-কুদরা আরও বলেন, অ্যাম্বুলেন্স বহরে পরের হামলাটি হয়েছে গাজা সিটির আল-শিফা হাসপাতাল প্রাঙ্গণে। সেখানে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৬ জন।