বিচিত্রা ডেস্ক: গাছ কি হেটে বেড়াতে পারে? আমরা সকলেই জানি এক স্থানে গাছ রোপন করলে অনেক বছর পরে গাছটাকে সেই স্থানেই পাওয়া যাবে।
কিন্তু ল্যাটিন আমেরিকায় একধরনের পাম ট্রি আছে যা হেটে বেড়ায়!!!
এর বৈজ্ঞানিক নাম Socratea exorrhiza বা walking palm। এ গাছগুলো সুর্য্যের আলো পাওয়ার জন্য এক স্থান থেকে অন্য স্থানে সরে যেতে পারে। হুট করে অনেক দুরত্ব অতিক্রম করেনা। প্রতিদিন দুই তিন সেন্টিমিটার স্থান পরিবর্তন করে এই গাছ। বছরে কুড়ি মিটার দুরত্ব অতিক্রম করে এই গাছ। এ গাছ কেন স্থান পরিবর্তন করে?
এ গাছ যে জংগলে পাওয়া যায় সেখানে গাছপালা অনেক ঘন। এই কারনে পর্যাপ্ত সুর্য্যের আলো পায় না এই গাছ। তাই সুর্য্যের আলো পাওয়ার সুবিধার জন্য এ গাছ স্থান পরিবর্তন করে।
কিভাবে চলে বেড়ায় এই গাছ?
এই গাছের ছবিটা দেখলে বুঝবেন এর শেকড় মাটির গভির থেকে কিছুটা উচুতে অবস্থান করে। এবং এই গাছ যেদিকে যেতে ইচ্ছুক সেদিকে নতুন শেকড় জন্ম দিয়ে মাটি আকড়ে ধরে, আর ঠিক এর উলটো দিকের শেকড়গুলো মাটির সাথে সংযোগ ছেড়ে দেয়। আর এভাবেই দীর্ঘ সময় ধরে তারা স্থান পরিবর্তন করে। এ গাছগুলো ল্যাটিন আমেরিকার জংগলে পাওয়া যায়। এর উচ্চতা ১৫/২০ মিটার উচ্চতা সম্পন্ন হয়, আর এর গোলাকার ডায়ামিটার প্রায় ১৬ সেন্টিমিটার হয়ে থাকে।
গাছ হেটে বেড়াতে পারে!
আজনিউজ২৪ :
0 Views