আমিনুর রহমান গাইবান্ধাঃ সাদুল্লাপুর বিআরডিবির আয়োজনে বিআরডিবির প্রধান কার্যালয় থেকে আগত পরিদর্শন টিম কর্তৃক গাইবান্ধা সমন্বিত পল্লী দারিদ্র দূরীকরণ প্রকল্পের আওতায় স্থাপিত পণ্য ভিত্তিক পল্লী পরিদর্শন ও সুফলভোগীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কাঠ পল্লী তালুক হরিদাস এলাকায় বিআরডিবির আওতাধীন নতুন পুরাতন সকল সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোকসানা বেগমের সভাপতিত্বে ও বিআরডিবি উপজেলা কর্মকর্তা সাইফুজ্জামান জাহিদের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন- বিআরডিবির প্রধান কার্যালয় ঢাকা যুগ্ম সচিব আবদুর রশিদ (সরেজমিন), যুগ্ম সচিব মোঃ ইসমাইল হোসেন (অর্থ), যুগ্ম সচিব,যুগ্ম সচিব মোঃ আব্দুল কাদের(সম্প্রসারণ), উপপরিচালক মোঃ তৌহিদুল হক (সম্প্রসারণ), উপপরিচালক আক্কাছ আলী (বিশেষ প্রকল্প),উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খাঁন বিপ্লব, বিআরডিবি গাইবান্ধা উপপরিচালক আব্দুর সবুর,ইউপি চেয়ারম্যান সাজু মিয়া, তালুক হরিদাস মিস্ত্রি পাড়া পুরুষ পল্লী উন্নয়ন সমিতির মোঃ মুকুল, সহসভাপতি তাপস কুমার, ম্যানেজার অভয় চন্দ্র প্রমুখ।
উপস্থিত ছিলেন- সহকারী পল্লী উন্নয়ন অফিসার আবু সালেহ মোঃ সালাউদ্দিন, পরিদর্শক মিঠুন সরকার, জয়নাল আবেদীন, পিএম সাবিনা ইয়াসমিনসহ অনেকে। উল্লেখ্য কাঠপল্লী টিমের ৬০জন সদস্য চেয়ার,টেবিল, সোফাসেট,খাট, ঘরের আসবাবপত্র তৈরি করে এবং সেগুলো বাজারজাত করেন। পরিদর্শন টিমের যুগ্ম সচিব – সমিতির সদস্যদের দীর্ঘদিনের ট্রেনিং এবং বেশি পরিমানে ঋণের ব্যবস্থাসহ সার্বিকভাবে সহযোগিতা করার আশ্বাস প্রদান করা হয়।