বাংলার বুকে ছোট্ট একটি, এই আমাদের গাঁ ,
যেথায় পড়ে সব সুমতে সোনার চাষার পা।
যাহার বুকে বহে নদী দুই ধারে কাশবন
বনের পাখি ডাক দিয়ে বলে ,
দূরের পথিক ও ভাই একটু শোন ।
কাক ডাকা ঐ ভোরের বেলায় কলসি কাখে নিয়ে ,
পুকুর ঘাটে জল ভরিতে গায়ের বধু মিলে ।
সকালবেলায় শিশির ভেজা মেঠো পথ দিয়ে ,
চাষিরা সব মাঠে যাই ভাই ; হালের গরু নিয়ে ।
দুপুর বেলা গড়িয়ে গেলে চিন্তা ভরে বধু মরে,
এই বুঝি সে আসছে ফিরে ।
ভরদুপুরে বটতলে আর বাবলা বনের ধারে আসি ,
রাখাল ছেলে মনের সুখে করুন সুরে বাজায় বাঁশি ।
বিকেল বেলায় ঘরে ফেরে গরু গুলো সঙ্গে নিয়ে ।
জোনাকিরা আলোর মেলা, বসিয়ে দেয় সন্ধ্যা বেলা ,
সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে বধূ ,
পুকুর খাটে জলের ধারে ,একলা বসে ভাবে শুধু ।
ডাহুক ডাকে জলের ধারে ডাহুকীরে সঙ্গে নিয়ে ,
রাতের বেলা ঝি ঝি পোকা ডেকে যায় যে মাতাল সুরে ।
ভোরের বেলা নিয়ে আসে পাখ পাখালির কলরবে ,
এত শোভা আমার গায়ে-ই ,
পাবেনা আর কোথাও গেলে ,
শুধু সেথায় গেলেই দেখতে পাবে ।
গাঁয়ের শোভা
আজনিউজ২৪ :
1 Views