জাতীয় বরেণ্য ব্যক্তিত্ব, সিনিয়র অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়ার আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টায় কুমিল্লার লালমাই শানিচোঁ প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানটি আয়োজন করেছেন অ্যাডভোকেট আবদুুল বাসেত মজুমদার স্মৃতি পরিষদ।
এ ছাড়া আগামী ২৯ অক্টোবর রবিবার বিকাল সোয়া ৪টায় রাজধানীর সুপ্রিমকোর্ট বার অডিটরিয়ামে গরিবের আইনজীবীখ্যাত অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
উল্লেখ্য, গত ২০২১ সালের ২৭ অক্টোবর সকাল ৮টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অ্যাডভোকেট বাসেত মজুমদার।
গরীবের আইনজীবি খ্যাত আব্দুল বাসেত মজুমদারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী শুক্রবার
আইন ও আদালত
0 Views