ইন্টারন্যাশনাল ডেস্ক ,আজনিউজ ২৪: মহামারি করোনা ভাইরাসে পুরো বিশ্বের মতো বিপর্যস্ত ভারত। তবে দৈনিক সংক্রমণ কিছুটা কমেছে দেশটিতে। মঙ্গলবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৫৫ হাজার ৩৪২ জন। দেশটিতে প্রায় দু মাস পর দৈনিক সংক্রমণ সবচেয়ে কম দেখা গেল। এমনকি গত গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যাও কম ছিল।
গত সেপ্টেম্বর থেকেই দৈনিক সংক্রমণ ও মৃতের সংখ্যায় অন্যান্য দেশের চেয়ে এগিয়ে ছিল ভারত। প্রায় প্রতিদিনই ৭০ থেকে ৮০ হাজারের বেশি নতুন সংক্রমণ ধরা পড়েছে। অক্টোবরের প্রথম সপ্তাহে দৈনিক সংক্রমণ ৯০ হাজার পেরিয়ে গেছে।
একই সঙ্গে করোনার অ্যাক্টিভ রোগীর সংখ্যাও বাড়তে শুরু করে। সংক্রমণের হার বাড়তে থাকায় আশঙ্কা করা হচ্ছিল যে, অক্টোবরের মধ্যেই হয়তো অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যাবে।
ভারতে এখন অ্যাক্টিভ কেস ১১ শতাংশের কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মৃত্যু হয়েছ ৭০৬ জনের। দেশটিতে করোনায় মৃত্যুহার ১.৫৩ শতাংশ।
ভারতে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৭১ লাখ ৭৫ হাজার। অপরদিকে, এখন পর্যন্ত মারা গেছে ১ লাখ ৯ হাজার ৮৫৬ জন। গত ২৪ ঘণ্টায় প্রায় ৭৭ হাজার করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। দেশটিতে এখন পর্যন্ত সুস্থ রোগীর সংখ্যা ৬২ লাখ ২৭ হাজার ২৯৫। সেখানে বর্তমানে সুস্থতার হার ৮৬ দশমিক ৭৮ শতাংশ।
দৈনিক সংক্রমণ কমলেও ভারতের পাঁচ রাজ্যে করোনা সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কেরালা, ছত্তীসগড়, উত্তরাখণ্ড, উড়িশ্যা ও মধ্যপ্রদেশে গত ১৩ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবরের মধ্যে সংক্রমণের হার মাত্রাতিরিক্তভাবে বেড়ে গেছে।
তবে কিছু রাজ্যে সংক্রমণের হার আগের চেয়ে কিছুটা কমেছে। যেমন বিহার, তামিলনাড়ু, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানায় প্রথম দিকে সংক্রমণ বেশি থাকলেও এখন কিছুটা কমেছে। সূত্র : সময় টিভি