হেল্থ ডেস্ক, এইউজেডনিউজ২৪: গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে কোভিড নাইনটিন করোনা পজিটিভ হয়েছেন ২ হাজার ৬৫৪ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৬ হাজার ৬৭৪ জন। এছাড়া আক্রান্তদের মধ্যে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ২৬৭ জন। দেশের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
দেশে করোনা ভাইরাস সংক্রমণের আজ ১৫১তম দিন। ৫ মাসের মাথায় সারাদেশে ২ লাখ ৪৬ হাজার ৬৭৪ জন মানুষের শরীরে করোনা ভাইরাস সংক্রমিত হয়েছে। এসময় পরীা ও মৃতের সংখ্যা কমলেও বেড়েছে সংক্রমণের হার। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, ঢাকা এবং ঢাকার বাইরে মোট ৮৩টি ল্যাবে বর্তমানে নমুনা পরীা করা হচ্ছে। গত ২৪ ঘন্টায় মোট ১১ হাজার ৯৬৪ টি নমুনা সংগ্রহ হয়েছে। এখান থেকে ১১ হাজার ১৬০ টি নমুনা পরীা করা হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত নমুনা পরীা করা হয়েছে ১২ লাখ ১২ হাজার ৪১৬ টি।
সরকারী হিসেবে, বয়স ভিত্তিক বিশেষণে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ২ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৬ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন। ৩৩ জনের মধ্যে ২৫ জন পুরুষ ও ৮ জন নারী। হাসপাতালে মারা গেছেন ৩১ জন এবং বাসায় ২ জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো ৩ হাজার ২৬৭ জনের।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৯০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছন ১ লাখ ৪১ হাজার ৭৫০ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ৭৫৮ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ৫৩ হাজার ৪০৫ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৭৯৪ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ৩৪ হাজার ৯৫০ জন। বর্তমানে মোট আইসোলেশনে আছেন ১৮ হাজার ৪৫৫ জন।
নমুনা বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ৭৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ। সূত্র : এটিএন বাংলা ও চ্যানেল টোয়েন্টি ফোর