ইন্টারন্যাশনাল ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে নতুন করে করোনায় মৃত্যু হয়েছে ৭ হাজার ৮৯০ জন। এ নিয়ে এখন পর্যন্ত বিশ্বে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫০ লাখ ৭৯ হাজার ৮৩১ জন। শীত বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বের বেশকিছু দেশে আবারও করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়ে চলছে।
গত এক দিনে বিশ্বে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭৪ হাজার ৬১৮ জন। এতে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ কোটি ১৫ লাখ ৬৭ হাজার ৬২ জন।
বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মৃত্যু, আক্রান্ত ও সুস্থের পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে এ তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডওমিটারসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ১ হাজার ৪৭৭ জনের মৃত্যুর পাশাপাশি আক্রান্ত হয়েছে ৭৯ হাজার ৬১৩ জন।
এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৭ লাখ ৭৮ হাজার ৬০৯ জন এবং মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৭৫ লাখ ৫৩ হাজার ৩৬৯ জনে।
এদিকে ইউরোপের দেশগুলোতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমাগত বেড়ে চলছে।
গত ২৪ ঘণ্টায় রাশিয়াতে করোনায় আক্রান্ত হয়ে ১২১১ জনের মৃত্যু হয়েছে। এতে বিশ্বে করোনায় মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ১৬০ জন।
এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ লাখ ৭৩ হাজার ৬৫৫ জনে। এছাড়া মৃত্যু হয়েছে ২ লাখ ৪৯ হাজার ২১৫ জনে।
ইউক্রেনেও মৃত্যুর সংখ্যা কম না, দেশটিতে গত একদিনে নতুন করে মৃত্যু হয়েছে ৮৩৩ জনের। আর শনাক্ত হয়েছে ১৮ হাজার ৯৮৮ জন।
এতে দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুবরণকারীর সংখ্যা ৭৩ হাজার ৩৯০ জন এবং মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ লাখ ৭ হাজার ৪৮৯ জনে।
বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৩৩১ জন। নতুন করে মৃত্যু হয়েছে ৪৮০ জনের।
এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লাখ ৬১ হাজার ৮২৭ জনের। আর শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৪৩ লাখ ৮৬ হাজার ৭৮৬ জনে।