ইন্টারন্যাশনাল ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ৯০৭ জনের। একই সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮১ হাজার ৯১১ জন। এ নিয়ে এখন পর্যন্ত এই ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ কোটি ৯৮ লাখ ১২ হাজার ৭২৯ জনে। আর মৃত্যু ৫৪ লাখ ১৩ হাজার ২৪ জনে। আর সেই সাথে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমাগত ওঠা-নামা করলেও, গত একদিনে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে।
এর আগে শনিবার বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৮ লাখ ৯ হাজার ৩৭৫ জন। আর মৃত্যুর সংখ্যা ছিল ৫ হাজার ৪৯৪ জন।
সারাবিশ্বে গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ লাখ ৫৫ হাজার ৮০৩ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা ২৫ কোটি ১০ হাজার ৯৭৩ জন।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের মৃত্যু, শনাক্ত ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়াল্ডওমিটারস থেকে রোববার (২৬ ডিসেম্বর) এসব তথ্য জানা গেছে।
গত একদিনে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ফ্রান্সে। দেশটিতে নতুন করে ১ লাখ ৪ হাজার ৬১১ জন আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৮৪ জনের।
এ নিয়ে করোনায় দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তর সংখ্যা দাঁড়িয়েছে ৯০ লাখ ৮৮ হাজার ৩৭১ জনে। আর মৃত্যু ১ লাক ২২ হাজার ৫৪৬ জন।
গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়ে ইতালিতে, আক্রান্তের সংখ্যা ৫৪ হাজার ৭৬২ জন। আর মৃত্যু ১৪৪ জন। এতে এখন পর্যন্ত দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৫৩০ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৫৬ লাখ ২২ হাজার ৪৩১ জন।
এদিকে মৃত্যুর দিক দিয়ে শীর্ষে রয়েছে রাশিয়া। দেশটিতে নতুন করে ৯৮১ জনের মৃত্যুর হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৯৪৬ জন। এ নিয়ে সেখানে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩ লাখ ৬৮ হাজার ২৯৯ জনে। আর মৃত্যুর সংখ্যা ৩ লাখ ৩ হাজার ২৫০ জনে।