হেল্থ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকল কলেজ হাসপাতালের কোভিড-১৯ করোনাভাইরাসে ইউনিটে ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৭ জন ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ জুলাই) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য দেন।
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ১০৫৮টি নমুনা পরীক্ষা করে নতুন করে ২৮৩ জনের করোনা শনাক্ত হয়েছেন। আইসিইউতে ২২ জনসহ করোনা ইউনিটে ৪৩০ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৪৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় মারা গেছেন ৭ জন। আর উপসর্গে মারা গেছেন ১৮ জন। বরিশাল বিভাগে ১৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৯ জন পজিটিভ ছিলেন। এছাড়া কুষ্টিয়ায় ১২, খুলনায় ১২, চট্টগ্রাম ১০, সিলেট ৭, মেহেরপুর ৬, ঠাকুরগাঁওয়ে ৩, ব্রাহ্মণবাড়িয়ায় ২ ও গোপালগঞ্জে একজনের মৃত্যু হয়েছে।
সূত্র: চ্যানেল টোয়েন্টি ফোর