হেল্থ ডেস্ক, এইউজেডনিউজ২৪: গত ২৪ ঘণ্টায় আরো ৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। এ নিয়ে দেশে করোনায় মারা গেলেন মোট ১১০ জন। এছাড়া নতুন করে ৪৩৪ জন শনাক্ত হওয়ায় এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৮২ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার ৪৩৫। প্রাণঘাতী ভাইরাসটি গত ২৪ ঘণ্টায় ১০ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন বিশ্বের ২৪ লাখ ৮১ হাজার ২৫৩ জন। এদের মধ্যে বর্তমানে ১৬ লাখ ৬৩ হাজার ৯৭০ জন চিকিৎসাধীন এবং ৫৬ হাজার ৭৬৬ জন (৩ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৬ লাখ ৪৬ হাজার ৮৪৮ জন (৭৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ১ লাখ ৭০ হাজার ৪৩৫ জন (২১ শতাংশ) রোগী মারা গেছেন।
করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
সারা দেশে লকডাউন ঘোষণা করা না হলেও দেশের বিভিন্ন জেলা, এলাকাকে লকডডাউন করা হয়েছে। এছাড়া জনসাধারণের চলাচল সীমিত করা হয়েছে সকল জায়গায়। এটি নিশ্চিতে কাজ করে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিছুক্ষেত্রে এ ব্যত্যয় ঘটলে জরিমানা ও শাস্তি দেয়া হচ্ছে আদেশ অমান্যকারীদের।
এদিকে, লকডাউনের কারণে আর্থিক সংকটের মুখে থাকা সাধারণকে ত্রাণ সহায়তা দেয়ার কার্যক্রমও চালাচ্ছে সরকার। এই প্রক্রিয়াকে আরও বেশি স্বচ্ছ করতে সোমবার (২০ এপ্রিল) দেশের ৬৪টি জেলার ত্রাণ কার্যক্রম তদারকির জন্য ৬৪ জন সচিবকে দায়িত্ব দিয়েছে সরকার।
প্রসঙ্গত, বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ২৫ লাখ ছুঁইছুঁই। এছাড়া মৃত্যু প্রায় পৌনে দুই লাখ। সূত্র: ইউএনবি ও সময় টিভি