ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: গণপ্রজাতান্ত্রিক কংগোর পূর্বাঞ্চলে সন্দেহজনক জঙ্গি হামলায় কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা বুধবার এ কথা জানান। খবর এএফপি’র।
বেনি এলাকার স্থানীয় গভর্ণর ডোনাট কিবওয়ানা বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘তাদের সবাইকে জবাই করে হত্যা করা হয়েছে। মোট মৃতদেহের সংখ্যা ৩৬।’
এর আগে কর্মকর্তারা প্রাথমিকভাবে ওই হামলায় ১৫ জনের নিহতের কথা জানায়।
গণপ্রজাতান্ত্রিক কংগোর পূর্বাঞ্চলে সন্দেহজনক জঙ্গি হামলায় কমপক্ষে ৩৬ জন নিহত
আন্তর্জাতিক
0 Views