পলিটিক্যাল ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। শনিবার (১১ জুন) একটিতে রিং পরানো হয়েছে। চ্যানেল টোয়েন্টিফোরকে টেলিফোনে এ কথা জানিয়েছেন, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি আরও জানান, লিভারের সমস্যা-সহ শারীরিক সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে বাকি দুটি ব্লকের জন্য অস্ত্রোপচার করা হয়নি।
গত শুক্রবার (১০ জুন) রাতে হৃদযন্ত্রের সমস্যা রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ভর্তি হন বেগম জিয়া। পরদিন সকালে, তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড বৈঠক করে এনজিওগ্রাম করার সিদ্ধান্ত নেয়।
অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে এনজিওগ্রাম করা হলে ব্লক ধরা পড়ায়, একটিতে রিং পরানো হয়।