বারান্দায় রাখা খাটের নিচে নীল ও কালো রঙের একটি ব্যাগ। তাতে বিশেষ কায়দায় টেপ দিয়ে মোড়ানো আয়তাকার ১০টি বস্তু। দূর থেকে দেখে মনে হতে পারে ইট। তবে টেপ খুলে দেখা গেল ভিন্ন চিত্র। একে একে বের করা হলো ছোট ছোট ইয়াবার প্যাকেট। হিসাব করে দেখা গেল এতে রয়েছে এক লাখ ইয়াবা।
গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে চট্টগ্রামের আনোয়ারার রায়পুর এলাকায় একটি বসতঘরে অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করেছে র্যাব-৭। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ পরুয়াপাড়ায় আনোয়ার মাঝির বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌড়ে পালিয়ে যান। পরে এই বাড়ি থেকে এক নারীকে (৪৩) আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে খাটের নিচ থেকে এক লাখ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দ হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা।
র্যাব-৭–এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন বলেন, আটক নারী ও তাঁর পরিবার মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামে বিক্রি করত। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে আনোয়ারা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।