সারাদেশ ডেস্ক, টাঙ্গাইল, এইউজেডনিউজ২৪: করোনা ভাইরাস সংক্রামণ সতকর্তায় টাঙ্গাইলের মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)’র শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহা: তৌহিদুল ইসলামের স্বাক্ষরিত নোটিশে এই নির্দেশনা দেওয়া হয়।
নোটিশে বলা হয়, প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রামণ হতে সতর্কতা অবলম্বনের জন্য আগামী ১৮ মার্চ এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে হল ছাড়তে হবে। কবে নাগাদ হল খোলা হবে সে বিষয়ে নোটিশে উল্লেখ করা না হলেও পরবর্তীতে তা জানিয়ে দেওয়া হবে বলা হয়েছে নোটিশে।
বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস প্রতিরোধের পদক্ষেপ হিসেবে সরকার ইতোমধ্যে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ও সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। সূত্র : চ্যানেল আই